ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ ১৪৩১

বগুড়া ও ঢাকা র‌্যাবের যৌথ অভিযানে ধর্ষণ মামলায় ৬০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৫ সেপ্টেম্বর ২০২৩ ০২:৪৩:০০ অপরাহ্ন | দেশের খবর

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন বড়গাছা এলাকায় ৫ ও ৭ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আবু সালাম (৫৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সিপিএসসি বগুড়া এবং র‌্যাব-৩ সিপিএসসি টিকাটুলি ঢাকা যৌথ অভিযান চালিয়ে বগুড়ার গাবতলী এলাকা থেকে গ্রেফতার করেছে।

গত ৪ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, ধৃত আসামী মোঃ আবু সালাম ২০১৭ সালের ১৪ জুলাই বেলা ১১টার দিকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন বড়গাছা এলাকায় ভিকটিম ৭ ও ৯ বছরের দুইজন শিশুকে ১০ টাকা করে দিয়ে টিভি দেখার প্রলোভন দিয়ে তার নিজ বাড়ীতে নিয়ে যায়। পরে আসামী মোঃ আবু সালাম তার নিজ শয়ন ঘরে ভিকটিমদ্বয়কে ধর্ষণের চেষ্টার ফলে ভিকটিমদ্বয় অসুস্থ হয়ে যায়। পরবর্তীতে ভিকটিমদ্বয় অসুস্থ হওয়ার ধৃত আসামী তার বাড়ী হতে ভিকটিমদ্বয়কে কৌশলে বের করে দেয়। ভিকটিমদ্বয় নিজ বাড়ীতে এসে কান্নাকাটি করলে পরিবারের লোকজন ভিকটিমদ্বয়কে জিজ্ঞাসা করলে উক্ত ঘটনার বিষয়টি জানতে পারেন। পরে বিষয়টি তাৎক্ষনিক থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে গ্রামবাসীর সহায়তায় আসামী মোঃ আবু সালাম(৫৫) কে গ্রেফতার করেন এবং তার বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মামলা নং-২৯/২৫৮, তারিখ-১৪ জুলাই ২০১৭ খ্রি. ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৯(১) সংক্রান্তে ধর্ষণ মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। ধর্ষণ মামলার বিচার কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত আসামী মোঃ আবু সালাম(৫৫) কে ৬০ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। দন্ডিত হওয়ার পর থেকে আসামী পলাতক ছিল।

বিষয়টি র‌্যাবের নজরে এলে র‌্যাব-১২ বগুড়া ও ঢাকার যৌথ অভিযান চালিয়ে গাবতলী পৌর সভার মাষ্টারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ আবু সালাম জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পূর্ববীরনগর গ্রামের মৃত বাচ্চা মোল্লার পুত্র।