ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

বাঁশখালীর সিএনজি অটোরিকশা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী (চট্টগ্রাম) : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ০৮:০৩:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালী উপজেলার চেচুরিয়া হাবিবের দোকান এলাকার মোহাম্মদ তারেক ও মোহাম্মদ শাকিল নামে সিএনজি অটোরিকশা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ। সোমবার রাতে চট্টগ্রাম নগরী ও কক্সবাজার শহর থেকে তাদের দুইজনকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা চোর চক্রের সদস্য তারেককে চট্টগ্রাম শহর থেকে এবং অপর সদস্য মোহাম্মদ শাকিলকে কক্সবাজার শহরতলি থেকে গ্রেফতার করা হয়। তারেক (৩০) বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া হাবিবের দোকান এলাকার নুরুল ইসলামে পুত্র এবং মোহাম্মদ শাকিল (৩১) একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড চেচুরিয়া এলাকার মনির আহমদের পুত্র বলে জানা গেছে।
পুলিশ জানায়, তারেক ও শাকিলের নেতৃত্বে সিএনজি অটোরিকশা চোর চক্রের একটি গ্রুপ দীর্ঘ দিন ধরে বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামে সিএনজি অটোরিকশা চুরি করে আসছিলেন। এর আগেও তারা একাধিকবার পুলিশের হাতে ধরা পড়ে। কিন্তু জেল থেকে বের হয়ে তারা আবারো পুরানো পেশায় ফিরে যায়।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ জানান, তাদের উভয়ের বিরুদ্ধে বাঁশখালী থানায় একাধিক মামলা রয়েছে। তাদের রিমান্ড নিলে সিএনজি অটোরিকশা চুরির আরো বিভিন্ন তথ্য বের হবে।