বান্দরবান জেলা প্রশাসক ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক সাড়া ফেলেছে। সদর উপজেলার ২৪টি বিদ্যালয় ও ৬টি কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়।
আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলা হলরুমে বাছাই পর্বে দুই গ্রুপে ১৩৮জন প্রতিযোগী অংশ নেন।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) নার্গিস সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চথোয়াই প্রæ মারমা, এম এ মোমেন চৌধুরী উপস্থিত ছিলেন। এসময় ইউএনও বলেন, সদর উপজেলায় ব্যাপক সাড়া পাওয়ায় পৃথকভাবে দুটি স্থানে বাছাই পর্ব অনুষ্ঠান আয়োজন করতে হয়েছে। এবারের জেলা প্রশাসক ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
গান, নৃত্য, অভিনয়, আবৃত্তি ও উপস্থিত বক্তব্য নিয়ে ৫টি ইভেন্টে উপজেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে উম্মুুক্ত প্রতিযোগিতায় যারা প্রথম হবে তাদের নিয়ে পরবর্তীতে রিয়েলিটি শো’র আয়োজন করবে জেলা প্রশাসন।
এদিকে তৃণমুল পর্যায়ে প্রতিভাবান প্রতিযোগিদের খুঁজে বের করার জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। এতে করে উপজেলা পর্যায়ের প্রতিযোগতীরা জেলার গন্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্পৃহা বাড়বে।