বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেনীর মহিপালে আওয়ামী লীগের নির্বিচার হামলায় গুলিবিদ্ধ ফেনীর দুই ব্যক্তিকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার দুপুরে শহরের মহিপাল চৌধুরী বাড়ী এলাকার সুরুচী বেকারী সংলগ্ন আবদুল করিম ফরায়েজী বাড়ীতে মাহবুবুল হক রিয়াদ ও চাঁড়িপুর এলাকার আবদুস সালাম সড়কের জাহাঙ্গীর আলমের চিকিৎসা ও শারিরীক
অবস্থার খোঁজখবর নেন দলের নেতারা। দুইজনকে নগদ ২৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। রিয়াদ ফেনী সরকারী কলেজে ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী ও জাহাঙ্গীর একজন নির্মাণ শ্রমিক।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাবেক ফেনী জেলা আমীর একেএম সামছুদ্দীন, বর্তমান জেলা আমীর মুফতি আবদুল হান্নান, নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, সেক্রেটারী আবদুর রহীম, সমাজকল্যাণ সম্পাদক আবু ইউসুফ, ১২ নম্বর ওয়ার্ড আমীর মিজানুর রহমান, ১৬ নম্বর ওয়ার্ড শূরা ও কর্মপরিষদ সদস্য শহীদ উল্যাহ উপস্থিত ছিলেন। এসময় দুইজনের সুস্থতার জন্য দোয়া করা হয়।
ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান জানান, ৪ আগস্টে গুলিবিদ্ধ রিয়াদ ও জাহাঙ্গীরের চিকিৎসার্থে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শুরু থেকে সহযোগিতা করা হচ্ছে। আজও সহায়তা প্রদান করা হয়েছে।