ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

বালিয়াডাঙ্গীতে আওয়ামী লীগের ১০ নেতা বহিষ্কার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ২৬ নভেম্বর ২০২১ ০৭:১৫:০০ অপরাহ্ন | রাজনীতি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর হয়ে প্রচারে অংশ নেওয়ার অভিযোগে দুওসুও ইউনিয়নের ১০ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত বাবু স্বাক্ষরিত এক চিঠি থেকে বহিষ্কারের বিষয়টি জানা গেছে।
 
 বহিষ্কার হওয়া নেতারা হলেন—দুওসুও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনতাজুর রহমান, তোফায়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, খোরশেদ আলম, কার্যকরী সদস্য আকতার হোসেন, সদস্য নাসির উদ্দীন, হাসিরুল ইসলাম, আব্দুল হালিম, দুওসুও ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আজহারুল ইসলাম ও ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক উসমান গনি।
 
বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত বাবু বলেন, ‘দলের সিদ্ধান্তের বাইরে যারা নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেবে তাঁদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিদ্রোহীদের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ভিডিও ফুটেজ দেখে উপজেলা আওয়ামী লীগ গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা মোতাবেক ১০ জনকে বহিষ্কার করেছে। বাকি ইউনিয়নের ভিডিও ফুটেজ দেখা হচ্ছে।’
 
উল্লেখ্য, এর আগে গত বুধবার দুওসুও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু প্রভাত কুমার রায় ও সাধারণ সম্পাদক শামসুল আলমের যৌথ স্বাক্ষরিত একটি চিঠিতে বহিষ্কারের সুপারিশ করে উপজেলা আওয়ামী লীগ বরাবরে আবেদন করেন। নৌকা প্রতীকের প্রার্থী সোহেল রানার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় আওয়ামী লীগের ১০ নেতার নাম উল্লেখ করে ওই বহিষ্কারের সুপারিশ করা হয়।