হবিগঞ্জের বাহুবল উপজেলার মানিকপুর গ্রামে পুর্ব বিরোধের জেরধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, মানিকপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে আশিক মিয়ার সাথে একই গ্রামের রইছ উল্লাহর পুত্র আব্দুর রউফের দীর্ঘদিন যাবত গ্রাম্য বিভিন্ন বিষয়াধি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরধরে সকালে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।
এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের মধ্যে মহিবুর রহমান, সজলু মিয়া, সফিক মিয়া, সাইফুল মিয়া, দুদা মিয়া, নাজমুল ইসলাম, মুকিত মিয়া, আঃ করিম, হারিস মিয়া, শফিক মিয়া, রাবেয়া বেগম, সামছু মিয়া, আমিন উদ্দিন, নুরুল মিয়া, আঃ গনি, বিলাত মিয়া, গফুর মিয়া, নজির মিয়া, লোকমান মিয়া, আঃ কাশেম, আইনুউদ্দিন, আঃ রহিম, সালেক মিয়া, রজব আলি, নজরুল ইসলাম, মর্তুজ আলী, এমদাদুল ইসলাম, আঃ সালাম, উজ্জল মিয়া, দানিস মিয়া, আমিন উদ্দিন, সহিদ মিয়া, মাসুম, আঃ বাছির, নুরুল আমিন, আঃ লতিফ, আব্দুস সোবাহান ও আহাদ মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, আশিক মিয়া ও আব্দুর রউফের মধ্যে পুর্ব থেকেই বিভিন্ন বিষয়াধি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে উভয় পক্ষ সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।