ঢাকা, সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১শে মাঘ ১৪৩১

বিএনপির সংবাদ সম্মেলন আজ

বায়ান্ন ডেস্ক | প্রকাশের সময় : শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ ০৮:৪৫:০০ পূর্বাহ্ন | রাজনীতি

সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আজ শনিবার (১৮ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার‎ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জানুয়ারি) দেশের অর্থনৈতিক মুদ্রাস্ফীতি ও ভ্যাট বাড়ানোর বিষয়ে সংবাদ সম্মেলনে আলোচনা করা হবে।

বায়ান্ন/পিএইচ