ঢাকা, সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

পাবনায় পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা, ৮ পুলিশ সদস্য আহত

পলাশ হোসেন, পাবনা | প্রকাশের সময় : রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫ ১০:০২:০০ অপরাহ্ন | দেশের খবর

পাবনার সুজানগরে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যখন পুলিশের গাড়ি থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে ছিনিয়ে নিয়েছেন তার সমর্থকরা। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তিতে অন্তত আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, বিকেলে নামাজ শেষে মথুরাপুর স্কুল মসজিদ থেকে বের হওয়ার পর সুজানগর থানার পুলিশ অভিযান চালিয়ে আব্দুল ওহাবকে গ্রেফতার করে। তিনি গত জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি।

গ্রেফতারের পরপরই তার সমর্থকরা পুলিশের গাড়ি ঘিরে ফেলেন এবং তাকে ছেড়ে দিতে দাবি জানান। পুলিশ অনড় থাকলে মুহূর্তের মধ্যেই কয়েক শতাধিক লোকজন সেখানে জড়ো হন এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা সংঘবদ্ধভাবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে জোরপূর্বক আব্দুল ওহাবকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যান।

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার মরতুজা আলী খান বলেন, "আব্দুল ওহাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু কয়েক শতাধিক লোক তাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে গেছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে, খুব শিগগিরই তাকে পুনরায় গ্রেফতার করা হবে।"

ঘটনার পর থেকে আব্দুল ওহাবের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। স্থানীয় নেতাকর্মীদের কেউই তার বর্তমান অবস্থান সম্পর্কে কিছু বলতে রাজি নন।

উল্লেখ্য, আব্দুল ওহাব সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র। তার বিরুদ্ধে আন্দোলন দমন করতে শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে, যা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বায়ান্ন/আরএস/এএস