ঢাকা, রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

জলঢাকায় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, জলঢাকা (নীলফামারী) | প্রকাশের সময় : রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫ ০৫:২৮:০০ অপরাহ্ন | দেশের খবর

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। 

রোববার বিকালে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পৌর শহরের জেলা পরিষদের ডাকবাংলো মাঠে তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ে ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর নীলফামারী জেলা শাখার প্রচার ও মিডিয়া সেক্রেটারী ছাদের হোসেন, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মোখলেছুর রহমান মাস্টার, যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুর রহমান, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম,গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান,শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান জামান,মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিক, কৈমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পেয়ারী বেগম, অনির্বান বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, ক্রীড়া সংস্থার সদস্য আলমগীর হোসেন, প্রমুখ।

পরে প্রধান অতিথি দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। 

পরে প্রথম রাউন্ডের উদ্বোধনী খেলায় জলঢাকা পৌরসভা ও গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের মধ্যে অনুষ্ঠিত হয়। 

এ টুর্নামেন্টে এ ও বি দুই গ্রুপে ৬টি করে ১২টি দল অংশ গ্রহন করে। 

এর মধ্যে ‘এ’ গ্রুপে রয়েছে শিমুলবাড়ী, গোলমুন্ডা, কৈমারী, কাঁঠালী, ডাউয়াবাড়ী ইউনিয়ন ও জলঢাকা পৌরসভা।

‘বি’ গ্রুপে শৌলমারী, গোলনা,ধর্মপাল,খুটামারা, মীরগঞ্জ, ও বালাগ্রাম ইউনিয়ন। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন মাদকমুক্ত দেশ গড়তে ও শরীরকে সুস্থ রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই। তাই সকলকে খেলাধুলার প্রতি উৎসাহ দেখানোর আহবান জানান।