ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

বিএনপি জামায়েত খুন ও দূর্নীতির বাইরে কিছু দিতে পারেনি- শেখ ফজলে নাঈম

নিজস্ব প্রতিনিধি ( কুতুবদিয়া) | প্রকাশের সময় : শনিবার ১১ মার্চ ২০২৩ ১০:৪৩:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

 

কুতুবদিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি দেখে সন্তুষ্ট হয়েছেন সম্মেলনের প্রধান অতিথি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম। তিনি তার বক্তৃতায় বলেন, বিগত দশ বছর ধরে বিএনপি জামায়েতেরা শুধু এই ঈদ, ওই ঈদের পর আওয়ামীলীগের পতনের কথা বলে। বার বার পতনের কথা বললেও আওয়ামীলীগ সরকারের পতন হয় না। পতন হবে কিভাবে? আওয়ামী লীগ সরকারের সাথে জনগণের ভালবাসা রয়েছে। জনগণের ভালবাসা দিয়ে শেখ হাসিনাকে ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী করেছেন।দেশবাসীর উন্নয়নের জন্য আওয়ামীলীগকে ভোট দেন, এটা বিএনপি জামায়েতেরা সহ্য করতে পারে না। বিএনপি জামায়েতেরা খুনের বাইরে, দুর্নীতির বাইরে বাংলাদেশকে কিছু দিতে পারেননি। তাই তাদের ব্যর্থতা ঢাকতে এ আওয়ামীলীগকে জনগণ থেকে দূরে রাখতে চাই। তাদের এ অশুভ শক্তিকে দমিয়ে রাখতে যুবলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যুবলীগের দায়িত্ব হলো, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া। যুবলীগের নেতাকর্মীদের মাঠে থাকতে হবে।প্রতিযোগিতা থাকা বালো, কিন্তু অসুস্থ প্রতিযোগিতা যদি থাকে, সেটা খারাপ। কোন অসুস্থ প্রতিযোগিতাকে ঠাঁই দেয়া হবে না যুবলীগে। যুবলীগ প্রধানমন্ত্রীর ডাল হিসেবে থাকবে বলে জানান। 
 
দ্বীপের সর্বপ্রথম কুতুবদিয়া উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন কক্সবাজার জেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর। উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন ও আরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান বক্ততা ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল রহমান সোহাগ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফরিদুল ইসলাম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য গিয়াস উদ্দিন আজম ও ইস্তিয়াক আহমেদ জয়, উপজেলা আ'লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও সাধারণ সম্পাদক হাজি তাহেরসহ প্রমুখ। পরে, বিকেল সাড়ে তিন টায় কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। আধ ঘন্টা পর কমিটি ঘোষণা ছাড়াই বিকেল ৪ টায় কাউন্সিল অধিবেশন শেষ হয়েছে।