ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় প্রাইভেটকার। বাসের পেছনে সজোরে ধাক্কা খেয়ে প্রাইভেটকারের সম্মুখাংশ দুমড়েমুচড়ে গিয়ে হতাহত হয় পাঁচজন। তন্মধ্যে ঘটনাস্থলেই নিহত হন প্রাইভেটকারের যাত্রী দুলু ভুইয়া। আহত অন্যদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া নামক স্থানে ঘটে এই হতাহতের ঘটনা। দুর্ঘটনায় নিহত দুলু ভুইয়া (৬৫) জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামের আবদুর রহমানের পুত্র। এছাড়া আহত হন একই গ্রামের দীন ইসলাম (২৬), জাবেদ মিয়া (২৮) নাজমুল হোসেনসহ (৩০) চারজন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে প্রাইভেটকারযোগে রাজধানী ঢাকা যাচ্ছিলেন নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামের দুলু ভুইয়াসহ পাঁচজন। ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন এলাকার বাড়িউড়া নামক স্থানে পৌঁছার পর তাদের বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলমান একটি যাত্রীবাহী বাসের পেছেনে সজোরে ধাক্কা খেয়ে প্রাইভেটকারের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা যাত্রীদের মধ্যে দুলু ভুইয়া ঘটনাস্থলেই নিহতসহ অপর চারজন গুরুতর আহত হন। এসময় স্থানীয় জনতা এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করে আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। ফেদিয়ারকান্দি গ্রামের দীন ইসলাম, জাবেদ মিয়া, নাজমুল হোসেনসহ আহত চারজন নাসিরনগর হাসপাতালে চিকিৎসাধীন।এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় এবং দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া গাড়িটি সরিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'হতাহতরা সকলেই প্রাইভেটকারের যাত্রী এবং একই এলাকার বাসিন্দা। নিহতের মরদেহ উদ্ধারের পর ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।