ব্রাহ্মণবাড়িয়ায় কর্মর সাংবাদিকদের নিয়ে দু’দিনব্যাপী 'সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ' শীর্ষক অনলাইন কর্মশালা সম্পন্ন হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব মিজ আয়েশা আক্তার। কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিন ইসলাম এনডিসি'র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের উপ- সচিব মুখলেছুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পি-ফোর ডি প্রকল্পের টিম লিডার মি.আর্সেন স্টেফেনিয়ন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক। এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে বৃটিশ কাউন্সিল ও মন্ত্রী পরিষদ বিভাগের পিফোরডি প্রকল্প'র সহায়তায় আয়োজিত দু'দিনব্যাপী কর্মশালায় জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার, সেবা প্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সম্বন্ধে গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এই কর্মশালার মাধ্যমে গণমাধ্যমকর্মীগণ তাঁদের অধিকার সম্বন্ধে সচেতন হওয়ার পাশাপাশি সাধারণ জনগণের কাছে বিষয়গুলো নিয়ে তথ্য উপস্থাপন করতে পারবেন।
কর্মশালার দ্বিতীয় ও সমাপনী দিনে রিপোর্টিং লেখার কৌশল নিয়ে আলোচনা করেন মাসরুর জামান এবং তথ্য অধিকার আইন নিয়ে সৈয়দ জাহিদুল ইসলাম ও বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি নিয়ে আলোচনা করেন মো. জাহেদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। পরে কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন কর্মশালার সমন্বয়ক এস.এম রাফিউল আবেদীন।