ঢাকা, বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১লা ফাল্গুন ১৪৩১

ভালোবাসা হোক সার্বজনীন

মো. এনামুল হক লিটন | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১২:৫৩:০০ অপরাহ্ন | মতামত

কোকিলের ডাকে ঘুম ভাঙ্গার মানে হলো, এসেছে বসন্ত। সেইসাথে বিদায় নিচ্ছে শীত। প্রকৃতিও নিজেকে মানিয়ে নিচ্ছে। শুক্রবার অথ্যাৎ ১৪ ফেব্রুয়ারি ঘটা করে বরণ করা হবে পহেলা ফাল্গুনকে। এদিন পালিত হবে ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটির সঙ্গে জড়িয়ে আছে বহু গল্প-ইতিহাস।

যদিও ভালোবাসার জন্য কোনো একক দিবস অপ্রাসঙ্গিক। ভালোবাসা সার্বজনীন, প্রতিটি সম্পর্কের এবং প্রতিদিনের।

ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার নয়। ভালোবাসার হৃৎস্পন্দন প্রতিটি সম্পর্কে আবশ্যক। মা-বাবা, ভাই-বোন, স্বামী-স্ত্রী, বন্ধু-স্বজন সকলের জন্যে।

বৃহৎ অর্থে উদাহরণ হতে পারে- মানুষের প্রতি মানুষের প্রেম অথবা প্রকৃতি বা সৃষ্টির প্রতি মানুষের প্রেম।

বলাবাহুল্য যে, কোনো একক দিবসে ভালোবাসা প্রকাশ কাম্য নয়। অবশ্যই ভালোবাসার জন্ম হতে হবে অন্তরে।

ভালোবাসার দাবি রাখে- প্রতিটি দিবস, প্রতিটি রজনী, প্রতিটি ক্ষণ। তাই প্রতিটি দিবস হোক ‘ভালোবাসা দিবস’। ভালোবাসা হোক সার্বজনীন। পরিশেষে সবার জন্য থাকলো বসন্ত দিন আর ভ্যালেন্টাইনস ডে’র আগাম শুভেচ্ছা।

লেখক: মো. এনামুল হক লিটন, চেয়ারম্যান, প্রগতি২৪টিভি ও প্রতিষ্ঠাতা সভাপতি, প্রগতিশীল সংবাদপত্র পাঠক লেখক ফোরাম, কেন্দ্রিয় কমিটি।