১২ দলীয় জোটের শীর্ষ নেতা বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের কিংবদন্তী। তিনি ভারতের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন। তার আত্মার মাগফেরাত কামনা করছি।
সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ফারুক রহমান বলেন, মওলানা ভাসানী ছিলেন একজন বিপ্লবী আদর্শ নেতা তাকে আজীবন বাংলার মানুষ স্মরণ করবে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আন্দুস সালাম আজাদ, খায়রুল কবির খোকনসহ আরও অনেকে।
উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মো. আক্তার হোসেন।