ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

নির্বাচন দিতে যত দেরি হবে, সমস্যা তত বাড়বে: মির্জা ফখরুল

রিয়াদ হাসান | প্রকাশের সময় : সোমবার ১৮ নভেম্বর ২০২৪ ০২:১০:০০ অপরাহ্ন | জাতীয়

“দ্রুত নির্বাচনই জাতির জন্য অতি জরুরি,” মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকাটা দেশের সমস্যাগুলোর গভীরতা আরও বাড়াবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের কাছে গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি।

সোমবার (১৮ নভেম্বর)  মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

বিএনপিও দেশের জন্য প্রয়োজনীয় সংস্কারের পক্ষে কাজ করছে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই বছর আগে বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্য আনার যে সংস্কারের কথা বলেছেন, তা এখন জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে। কিন্তু বর্তমান সরকারের উচিত এসব সংস্কার যথাসময়ে বাস্তবায়ন করা।”

তিনি সতর্ক করেন, এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয় যাতে জনগণের মধ্যে সন্দেহ জন্মায় যে সরকার ক্ষমতায় থাকার জন্য কৌশল নিচ্ছে।

মির্জা ফখরুল বলেন, “অন্তর্বর্তী সরকারের কাজ এমনভাবে এগিয়ে নিতে হবে যাতে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়। আমরা বর্তমান সরকারকে সমর্থন দিয়েছি এবং দেবো, তবে তাদের কাজের মধ্যে ফ্যাসিবাদের দোষরদের প্রভাব এখনও স্পষ্ট। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া জরুরি, এবং তা দৃশ্যমান হতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, বিএনপির সংস্কার প্রস্তাবগুলো সংসদ, প্রধানমন্ত্রী এবং বিচার বিভাগের মধ্যে ভারসাম্য আনার উদ্দেশ্যে করা হয়েছে। এ ধরনের সংস্কার জনগণের স্বপ্নের সঙ্গে সঙ্গতিপূর্ণ, এবং তা যথাসময়ে বাস্তবায়ন জরুরি।

গণতান্ত্রিক আন্দোলনে তরুণ এবং শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, “গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অস্বীকারের কোনো সুযোগ নেই। তারা আন্দোলনের স্ট্রাইকার হিসেবে কাজ করেছে এবং শেষ সময়ে নির্ধারণী ভূমিকা পালন করেছে। তাই শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি সতর্ক করে বলেন, “আমরা এমন কোনো কাজ করব না যা দেশে নতুন করে অনিশ্চয়তা বা অস্থিরতা সৃষ্টি করতে পারে। তরুণ এবং ছাত্ররা এ দেশকে নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে পারবে বলে আমি বিশ্বাস করি।”

বিএনপির মহাসচিব বলেন, “আমরা এমন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যে স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মওলানা ভাসানী দেখিয়েছেন এবং এখন তারেক রহমান দেখাচ্ছেন। আমরা এ স্বপ্ন পূরণে দৃঢ় সংকল্পবদ্ধ।”

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের আরও কয়েকজন শীর্ষ নেতা, যাঁদের মধ্যে ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

 

বায়ান্ন/এসএ/এএস