ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে মহিলাদের নিয়ে নির্বাহী কর্মকর্তার উঠান বৈঠক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ১ মার্চ ২০২৩ ০৮:২৯:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
 
মিরসরাইয়ে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রচারে মহিলাদের নিয়ে উঠান বৈঠক করা হয়েছে। বুধবার (১মার্চ) খইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের সাংবাদিক বিপুল দাশের বাড়িতে উপজেলা তথ্য কেন্দ্রের উদ্যোগে বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। বৈঠকে গ্রামের ৫০ জন মহিলাকে বাল্য বিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য সেবা, সরকারি হট লাইন নন্বরে দেয়া সেবা, কৃষি সেবা, শিশুদের জম্ম নিবন্ধন সম্পর্কে অবহিত করেন। এসময় উপজেলা তথ্য সেবা কর্মকর্তা আসমাউল হোছনা তন্নী সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, খইয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক, মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বিপুল দাশ, শিক্ষক নাছির উদ্দিন, ইউপি সদস্য কামরুল হাসান প্রমুখ। বৈঠক শেষে বিনামূল্যে সকলের ডায়াবেটিক ও প্রসার পরীক্ষা করা হয়।