ঢাকা, শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৬ই অগ্রহায়ণ ১৪৩১

মৌলভীবাজারে সু.জ.ন এর উদ্যোগে সমাবেশ-মানববন্ধন

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১৮ অগাস্ট ২০২৪ ০৫:৩৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
সুশাসনের জন্য নাগরিক (সু.জ.ন) মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে “শান্তি  সম্প্রীতি রক্ষা-সহাবস্থান-মানবতাবোধ এবং বেদখল সরকারি জমি ও রাষ্ট্রীয় মালামাল উদ্ধারের দাবিতে" পথ সমাবেশ ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
রবিবার ১৮ আগস্ট ২০২৪ ইং, সকাল ১১টা থেকে অপরাহ্ন পর্যন্ত মৌলভীবাজার জেলা সদর চৌমুহনায় পথ সমাবেশ ও মানববন্ধন অনুষ্টিত হয়।
মৌলভীবাজারে সুশাসনের জন্য নাগরিক (সু.জ.ন) জেলা কমিটির সহসভাপতি অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও জেলা সম্পাদক জহরলাল দত্ত এবং জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মোঃ হুমায়ূন রহমান বাপ্পী এর যৌথ পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা বিএনপির ১নং সহ-সভাপতি মৌলভী ওয়ালি সিদ্দিকী, মৌলভীবাজার জেলার সাংস্কৃতিক সংগঠক-সাংবাদিক খালেদ চৌধুরী, গণফোরামের জেলা সভাপতি-সাংবাদিক বকশি ইকবাল আহমদ, আইনজীবী ডক্টর আবু তাহের, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা অমলেন্দু দেব রায়, সুজন মৌলভীবাজার জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক-সাংবাদিক প্রণীত রঞ্জণ দেব, বাংলা টিভি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি রুয়েল কামাল, এমসিএস টিভি মৌলভীবাজার জেলার প্রোগ্রাম প্রধান সুহেল আহমদ, দৈনিক ডেসটিনি পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি ডাক্তার রিপন কান্তি ধর (রূপক), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী-সহ প্রমুখ।
এ সময় পথ সমাবেশ ও মানববন্ধনে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন সমাজসেবক সেলিম আহমদ, আবদুল মতিন, দৈনিক জনসংগ্রাম পত্রিকা'র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, মৌলভীবাজারের সুপরিচিত সামাজিক সংগঠক এম মুহিবুর রহমান মুহিব, কমলগঞ্জ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ-সহ প্রমুখ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মৌলভীবাজারে পুলিশের গুলিতে আহত এবং আন্দোলনের সময়ে আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ ও আ’লীগের সহযোগী সংগঠনের হাতে নির্যাতিত ছাত্র সংগঠক মোঃ রাফি, সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার, সাংবাদিক জুবায়ের আহমদ, সাংবাদিক আবদুল বাছিত খান, এনজিও কর্মকর্তা ফাহিমা খাতুন, বশির আহমদ-সহ সুশীল সমাজের ব্যক্তিগণ প্রমুখ।