ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৯৭.৫২ জিপিএ- ৫ পেয়েছে ১০০৯২ জন, ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর ২০২১ ০২:৩১:০০ অপরাহ্ন | শিক্ষা

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই বছর বোর্ডে পাশের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। বোর্ডের সার্বিক ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এবার বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯২জন। এর মধ্যে মেয়ে শিক্ষার্থী ৫ হাজার ৭০৭জন এবং ছেলে শিক্ষার্থী ৪ হাজার ৩৮৫জন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩০ হাজার ৮৬৩ জন, এর মধ্যে পাস করেছে ১ লাখ ২৭ হাজার ৬১৮ জন। শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৩১৬টি। শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা জিরো।

ছেলেদের চেয়ে মেয়েদের মাঝে পাসের হার বেশি। ১ লাখ ২৭ হাজার ৬১৮ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৪ হাজার ৭৫৩ জন, পাশের হার ৯৬ দশমিক ৮১। মেয়েদের মধ্যে পাস করেছে ৬২ হাজার ৮৬৫ জন, পাসের হার ৯৮ দশমিক ২৭। 

বিজ্ঞান শাখায় পাশের হার ৯৭ দশমিক ৯০ শতাংশ, মানবিক শাখা বিভাগে ৯৭ দশমিক ৮৮ শতাংশ ও ব্যবসায় শিক্ষায় ৯৩ দশমিক ৭০ শতাংশ।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৪ জেলায় পাসের হার নেত্রকোনায় ৯৮ দশমিক ৪৯ শতাংশ, জামালপুর ৯৭ দশমিক ৪৩ শতাংশ, ময়মনসিংহ ৯৭ দশমিক ৩৩ শতাংশ, শেরপুরে ৯৭ শতাংশ।

প্রসঙ্গত, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১ হাজার ২৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। কেন্দ্র ছিল ১৪৭টি।