ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি সম্পন্ন

রাজস্থলী প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর ২০২১ ০৭:৫৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পভূক্ত উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের  ২০২২ সালের শিক্ষার্থী ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।২৯ শে ডিসেম্বর বুধবার সকালে বিদ্যালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় দুইটি শ্রেনীর মধ্যে ৩য় শ্রেনীতে ৬৫ জন ও ৯ম শ্রেনীতে ২১জন আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়।এতে ৩য় শ্রেনীতে ২৫ জন এবং ৯ম শ্রেনীতে ৩ জন। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা,উপজেলা নির্বাহী অফিসার,শান্তনু কুমার দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা,প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম,সহকারী শিক্ষা অফিসার আব্দুল করিম,টেক সই সামাজিক প্রকল্পের  উপজেলা প্রকল্প ব্যবস্থাপক প্রতিম দেওয়ান,জেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার (অদা) জাহাঙ্গীর আলম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মতিময় চাকমা,বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুজ্জামান প্রমুখ। ভর্তি পরীক্ষার সচিব বলেন, 

ভর্তির লটারী তিন পার্বত্য অঞ্চলের উপজাতি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রী অংশগ্ৰহন করেন। তাদের প্রত্যেককে লটারীর মাধ্যমে ভর্তি করা হয়।