ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

রাতের আঁধারে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাচীর ভেঙ্গে দিয়েছে দূর্বৃত্তরা, নিরাপত্তাহীনতায় রোগীরা

মোঃওয়াহিদুর রহমান মুরাদ, রায়পুর | প্রকাশের সময় : বুধবার ৬ এপ্রিল ২০২২ ১২:০৫:০০ অপরাহ্ন | স্বাস্থ্য

 

 
 
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক ভবনের পিছনের নির্মাণাধীন বাউন্ডারী প্রাচীর ভেঙ্গে ফেলেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনা ঘটে।
 
মঙ্গলবার সকালে সরেজমিনে যেয়ে দেখা যায়, রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের আবাসিক ভবনের পিছনের সীমানা দেয়াল পূর্ব থেকে চলাচলের সুবিধার্থে এলাকার লোকজন ভেঙ্গে ফেলে। নতুন ইউএইচএফপিও ডাঃবাহারুল আলম দায়িত্ব নেয়ার পরে ভেঙ্গে ফেলা দেয়াল সংস্কার করেন নিরাপত্তার স্বার্থে। কিন্তুু দূর্বৃত্তরা রাতের দিকে দেয়ালটা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। এতে হাসপাতালের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ হাসপাতাল কতৃপক্ষ।
 
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃবাহারুল আলম বলেন, নিরাপত্তা জনিত কারনে দেয়ালটি পুনঃনির্মাণ করেছিলাম। কিন্তুু দূর্বৃত্তরা ফের ভেঙ্গে ফেলেছে। রাতে রোগীদের জিনিসপত্র  চুুরি, মাদকসেবী সহ বিভিন্ন কারনে এই দেয়ালটি সংস্কার করেছিলাম। বিষয়টি রায়পুর থানাকে অবহিত করা হয়েছে। দোষীদের চিহ্নিত করে তাদের  বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত  ব্যবস্থা নেয়া হবে।