ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

রেকর্ড গড়ে বাংলাদেশের সিরিজ জয়

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ০৬:৩১:০০ অপরাহ্ন | খেলাধুলা

সিলেট থেকে: হাসান মাহমুদের মুখে একটা হাসি লেগেই থাকে। খুব ভালো কিছু হলেও তার ওই হাসি গতিসীমা পেরোয় না কখনো।

 

জীবনের প্রথম ‘ফাইফার’ পাওয়ার পর যখন তিনি সাজঘরে ফিরছেন, একই হাসি। ব্যাকগ্রাউন্ডে দুজন লোককে বুঝতেও কষ্ট হওয়ার কথা না তার ওই ছবিটাতে।  

 

একপাশে এবাদত হোসেন হাততালি দিচ্ছেন চওড়া হাসিকে সঙ্গী করে। আরেক পাশে দাঁড়ানো তাসকিন আহমেদ নাকমুখ ঢেকে আছেন হাত দিয়ে। অনুজের সাফল্যের দিনটা তো আসলে তাদেরও। হাসান মাহমুদ যেদিন পাঁচ উইকেট পেলেন প্রথমবার, সেদিন তো তারা কীর্তিও গড়েছেন একটি।  

টেস্ট, টি-টোয়েন্টি অথবা ওয়ানডে; ফরম্যাট যেমনই হোক, বাংলাদেশের পেসাররা কখনোই নিতে পারেনি আট উইকেটের বেশি। আয়ারল্যান্ডের বিপক্ষে নিলো দশটি। ‘স্পিনারদের দেশে’ এখন অবধি এক অসাধ্য সাধনের মতোই ব্যাপার হয়তো এটি। হাসান মাহমুদদের এমন সাফল্যের ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য কোনো উইকেটই হারাতে হয়নি।  

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ২৮ ওভার ১ বল খেলে সব উইকেট হারিয়ে ১০১ রান করে স্বাগতিকরা। জবাব দিতে নেমে ২২১ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। একইসঙ্গে প্রথমবারের মতো ১০ উইকেটে জয়ের কীর্তি গড়ে স্বাগতিকরা।

প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল, দ্বিতীয়টি বৃষ্টিতে হয় পরিত্যক্ত; সিরিজের ট্রফি তাই থাকছে স্বাগতিকদের কাছে।

বিস্তারিত আসছে….