ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

জনকল্যাণই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য: মোনায়েম মুন্না

রিয়াদ হাসান, ঢাকা | প্রকাশের সময় : শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ০৭:১৪:০০ অপরাহ্ন | রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার বর্বর শাসনের বিরুদ্ধে তারেক রহমানের ত্যাজদীপ্ত নেতৃত্ব আন্দোলন-সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। হাসিনামুক্ত বাংলাদেশ আমরা তারেক রহমানের নেতৃত্বেই বৈষম্যহীন শান্তিপ্রিয় করে গড়ে তুলব।

শুক্রবার (২২ নভেম্বর) মাদারীপুর জেলা আয়োজিত দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’-স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক এই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোনায়েম মুন্না বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য, তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য আমাদের কাজ করতে হবে, বিএনপি জনগণের প্রিয় রাজনৈতিক দল, জনগণের ভালবাসাই বিএনপির শক্তি। 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিতে নীতি-সততার দাম অপরিসীম। তাই ন্যায়-নীতি, সততায় অটল থাকতে মনে রাখতে হবে, নীতিহীন কোনও ব্যক্তির অপকর্মের দায় দল কখনওই বহন করবে না। অন্যায়, অনিয়ম, অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না। ফ্যাসিস্টের দোসরদের কোথাও জায়গা দেওয়া যাবে না। হাসিনার ফ্যাসিবাদী শাসনামলের কথা ভুলে গেলে চলবে না।

অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে যুবদল সভাপতি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার দায়ের করা মিথ্যা, বানোয়াট এবং প্রতিহিংসামূলক রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত সকল মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গত ১৭ বছর গুম-খুনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার না হলে গণঅভ্যুত্থানের মাহাত্ম্য মলিন হবে।

এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ মাদারীপুর জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

বায়ান্ন/আরএইচ/একে