ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১
দেশের মানুষকে কষ্টে রেখে

উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী

রিয়াদ হাসান | প্রকাশের সময় : শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ০৬:৩৫:০০ অপরাহ্ন | রাজনীতি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, উপদেষ্টারা চাকরিজীবীর মতো কাজ করছেন। তাদের কাজে বিপ্লবের গতিশীলতা নেই। দেশের মানুষকে কষ্টে রেখে উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।

শুক্রবার (২২ নভেম্বর) নয়াপল্টনে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে রিজভী বলেন, জুলাই বিপ্লবে আহত রিকশা চালক, শ্রমজীবী মানুষ যারা আছেন তাদের পরিবারের দয়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।

জনগণের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আগের মতোই আছে। অন্তর্বর্তী সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে না পারায় দিনমজুর-শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে। 

বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত পনেরো বছর পুলিশ দিয়ে হত্যা ও নির্যাতন চালানো হয়েছে। ছাত্রলীগ ও যুবলীগকে হত্যার লাইসেন্স দেওয়া হয়েছিল। আর শেখ হাসিনা হত্যাকাণ্ড চালিয়ে মায়াকান্নার অভিনয় করতেন।

তিনি আরও বলেন, যারা শেয়ারবাজার ও ব্যাংক লুট করেছে তারা এখন তা ভোগ করবেন। কারাগারে সালমান এফ রহমান বহাল তবিয়তে আছে শুনি। সেখানে সে খুব তৎপরতা চালাচ্ছে। তিনি লুটপাট করে দেশকে সর্বশান্ত করে দিয়েছেন। এই টাকাগুলো কই? ৯০ শতাংশ গার্মেন্টস আওয়ামীদের হওয়ায় সেখানে নৈরাজ্য চলছে যোগ করেন তিনি।

রিজভী বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা এখনও বঞ্চিত হচ্ছে। আন্দোলনে ছিল এমন পরিচয়ে কিছু মানুষ সব পদ দখল করে নিচ্ছে।

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালামসহ আরও অনেকে।

বায়ান্ন/আরএইচ/একে