ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

লক্ষ্মীপুরে সিলেবাস ৩০ ভাগ করার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফয়সাল মাহমুদ-লক্ষ্মীপুর(চন্দ্রগঞ্জ) : | প্রকাশের সময় : রবিবার ১২ ডিসেম্বর ২০২১ ০৩:৪১:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
লক্ষ্মীপুর এসএসসি ২০২২ ব্যাচের সিলেবাস ৭০ ভাগ কমিয়ে ৩০ ভাগ করার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় লক্ষ্মীপুর রায়পুর ঢাকা মহাসড়ক ঝুমুর, জেলা প্রশাসক এর কার্যালয় এর সামনে শিক্ষার্থীরা গাড়ি অবরুধ করে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে স্থানীয় বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
 
পরে পুলিশ ও পুলিশের সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
 
 প্রত্যক্ষদর্শী ও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, মহামারী করোনার কারণে এসএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থীরা পড়াশোনার পর্যাপ্ত সুযোগ পায়নি। করোনার বিষয়টি বিবেচনায় নিয়ে ইতিমধ্যেই সিলেবাস ৩০ শতাংশ কমানো হলেও অল্প সময়ের মধ্যে সিলেবাসের বাকি ৭০ ভাগ শেষ করা সম্ভব নয়। তাই পুরো সিলেবাস থেকে ৭০ ভাগ কমিয়ে ৩০ ভাগ রাখার দাবি জানায় বিক্ষোভকারীরা।