পশ্চিমবঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার রাজবাঁধ এলাকায় তার গাড়ির সঙ্গে একটি লরির সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় তৃণমূল কংগ্রেসের এই নেত্রীর হাতে গুরুতর আঘাত লাগে। আহত হয়েছেন গাড়িতে থাকা আরও কয়েকজন। বর্তমানে তিনি বাঁকুড়ায় অবস্থান করছেন।
বৃহস্পতিবার সকালে বাঁকুড়া থেকে কলকাতায় ফিরছিলেন সায়ন্তিকা। পথে বর্ধমানের রাজবাঁধ এলাকায় পেছন থেকে তার গাড়িতে ধাক্কা দেয় ১২ চাকার একটি লরি। এতে দুমড়ে যায় গাড়ির একাংশ।
দুর্ঘটনার খবর পেয়েই লরিচালককে আটক করেছে পুলিশ। গাড়িটির গতি কত ছিল, যান্ত্রিক কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।