ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

লামায় ক্বেরাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ "দারুল কোরআন মডেল মাদ্রাসা"

এম. মিজানুর রহমান, লামা বান্দরবান। | প্রকাশের সময় : শুক্রবার ১৭ মার্চ ২০২৩ ০৫:০২:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন


জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে লামায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ক্বেরাত ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ক্বেবরাত ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেছেন দারুল কোরআন মডেল মাদ্রাসা'র ছাত্র। একই সাথে আজান প্রতিযোগিতায়ও প্রথম স্থান অধিকার করেন অত্র মাদ্রাসার ছাত্র।

শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা মডেল রিসোর্স সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তফা জাবেদ কায়সার।

এসময় কোরআন এবং আজান প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করে উপজেলা নির্বাহী অফিসারের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন লামা পৌর শহরস্থ 'দারুল কোরআন মডেল মাদ্রাসা'র ছাত্র মো. মহিম উদ্দিন, কোরআন প্রতিযোগিতায় ২য় স্থান মো. আবু রাহিন ও মো. সুরাইম ৩য় স্থান অর্জন করে বিশেষ পুরস্কার অর্জন করেন।

অনুষ্ঠানে উপজেলা মডেল কেয়ার টেকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লামা কোর্ট জামে মসজিদের খতিব, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজজামন, ইসলামিক ফাউন্ডেশনের অধীনস্থ কেন্দ্রের বিভিন্ন মসজিদের ইমাম খতিব মোয়াজ্জেন প্রমুখ।