ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

শহীদ ও আহতদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব: তারেক রহমান

রিয়াদ হাসান, ঢাকা: | প্রকাশের সময় : সোমবার ১৮ নভেম্বর ২০২৪ ০৬:৩৭:০০ অপরাহ্ন | রাজনীতি

জুলাই-আগস্টের গণআন্দোলনে শহীদ হওয়া নেতাকর্মীদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে বিএনপি-সমর্থিত ‘আমরা বিএনপি’ পরিবারের পক্ষ থেকে চব্বিশের গণআন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতার মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

তারেক রহমান বলেন, "একটি রাজনৈতিক দলের সদস্য হিসেবে আমরা দেশের জন্য কাজ করি। তবে একজন মানুষ হিসেবে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে মানুষের কষ্ট লাঘবে সহযোগিতা করাই উচিত।"

তিনি সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, "যারা আন্দোলনে পঙ্গুত্ব বরণ করেছেন, বিশেষত যারা পা হারিয়েছেন, তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। এমনকি ভবিষ্যতে তাদের চলাচলের উপযোগী প্রযুক্তি বা ব্যবস্থা নিশ্চিত করা হবে।"

তারেক রহমান আরও বলেন, "সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। সংগঠনের গণ্ডির বাইরে গিয়েও মানুষ হিসেবে আমাদের একে অপরের প্রতি দায়িত্ববোধ থাকা উচিত।"

বিএনপির দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "এক যুগেরও বেশি সময় ধরে আমাদের বহু নেতাকর্মী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। জুলাই-আগস্টের গণআন্দোলনেও আমরা শহীদদের হারিয়েছি। ভবিষ্যতে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে শহীদদের নামে বিভিন্ন স্থাপনা বা প্রতিষ্ঠান নির্মাণ করা হবে।"

তারেক রহমান জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। আহতদের পরিবারকেও সব ধরনের সহযোগিতা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি’ পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি সম্মান জানিয়ে বলেন, দেশের গণতন্ত্র রক্ষার জন্য তাদের এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

 

বায়ান্ন/এএস