ঢাকা, বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১লা ফাল্গুন ১৪৩১

শান্তিগঞ্জে কার পানিতে: নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ জানুয়ারী ২০২২ ০৬:২১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কার রাস্তার পাশের খালের পানিতে পড়ে ১ নিহত ও ৭ জন আহত হয়েছেন।

 

মঙ্গলবার বিকেলে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম পয়েন্টের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি কার উপজেলার পাঁচগাও পয়েন্টের সামনে যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। তখন তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করলে কারের ড্রাইভার ঘটনাস্থলেই মারা যান। নিহতের নাম সুজন মিয়া (২৮)। এবং কারের ভেতরে থাকা উপর ৭ যাত্রীরা গুরুতর আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

 

এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী শান্তিগঞ্জ থানার এসআই আবু বকর বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে কারের ড্রাইভার মারা গেছেন। আহত ৭ ব্যক্তিদের চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।