সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মানিক লাল ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রানা আচার্যের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক প্রনব দাস মিটু, সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি বাদল তালুকদার, শিক্ষক সজীব চন্দ্র দাস, ফয়জুল হক,রিন্টু কুমার দাস, সঞ্চিতা রানী দাস, সাইফুল ইসলাম, অনুজ কান্তি দাস,সৈকত দাস, জাহেদুর রহমান,শংঙ্করী রানী দাস, জুবায়ের আহমদ,ও সুলতান আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক রাজেশ দাস,নির্মল চন্দ্র দাস, মুহিত দেবনাথ, আব্দুল জহুর, উত্তম আচার্য, মোহন চক্রবর্তী, ফাতেমা বেগম,রিনা শর্মা, সঞ্জিত আচার্য, পাপ্পু বনিক,কৃপা সিন্ধু দাস,খালেদা আক্তার, তাহমিনা আক্তার, সম্রাট আহমদ,মনোজ কান্তি দাস,নিরেশ দাস, সত্যেন্দ্র তরফদার ও মলয় দাস সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ আরো অনেকে।
আলোচনা সভার পর শান্তিগঞ্জ উপজেলায় নব যোগদানকৃত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।