সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের কামরূপদলং গ্রামে, অত্র গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান আব্দুল কাহার এর পরিবারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ ভানবাসী ২শ জন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় ত্রাণ সামগ্রী বিতিরণ অনুষ্ঠানে বিশিষ্ট মুরুব্বী আলফত আলীর সভাপতিত্বে, সমাজসেবী একরাম হোসেন ও মাওলানা শামীম আহমদ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য ও দোয়া পরিচালনা করেন শায়েখ হযরত মাওলানা আকবর আলী। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কামরূপদলন প্রবাসী ইউনিটির সেক্রেটারী মাওলানা শামছুদ্দীন, কামরূপদলং মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল হাই, মাওলানা জাহাঙ্গীর খান। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বী কমর আলী, তমিজ আলী, শফু মিয়া, মতিউর রহমান, লুৎফুর রহমান সহ প্রমূখ। বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার হতদরিদ্র মানুষ ত্রাণ সামগ্রী পেয়ে খুবই আনন্দিত। উপকারভোগীদের দাবী যুক্ত্যরাজ্য প্রবাসী আজিজুর রহমান আব্দুল কাহার এর মত বৃত্তবানরা যেন হতদরিদ্র মানুষের বিপদে এগিয়ে আসেন।