চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোনে অবস্থিত দেশের পরিকল্পিত ভবিষ্যৎ আদর্শ শিল্পাঞ্চল যা একমাত্র জাতির জনকের নামে নামকরন হয়েছে ‛বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’। সেই শিল্পনগরে ‛বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কে বঙ্গবন্ধু স্টুডিও- ইকোলজ গ্রীনইঞ্জিনিয়ারিং ইজি জেভি, বঙ্গবন্ধু ভাষ্কর্য ‛মুক্তির অগ্নিপুরুষ’স্থাপনের প্রস্তাব দিয়েছে।
ভাষ্কর্যটি আগামি ৭ই মার্চ ২০২৩ উদ্বোধনের জন্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বেজার দাপ্তরিক কর্ম সম্পাদন স্বাপেক্ষে বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষ্কর্যটি শিল্পনগরীতে স্থাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করা আছে জানিয়ে ইকোলজ গ্রীনইঞ্জিনিয়ারিং ইজির সিইও ইঞ্জিনিয়ার রাসনা নিশ্চিত করেন ।
বঙ্গবন্ধু স্টুডিওর চট্টগ্রাম অঞ্চলের একমাত্র প্রতিনিধি, ঐতিহ্যবাহি সামাজিক সাংস্কৃতিক সংগঠন উদ্দীপন ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক রবি করিম বলেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে মিরসরাইয়ের ভূমিকা বিশিষ্ট অবস্থানে ইতিহাস গড়েছে ।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনের দিনে মিরসরাইয়ের কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নেতৃত্বে বৃহত্তর চট্টগ্রাম বিশেষ করে মিরসরাইয়ের আবাল-বৃদ্ধ জনতা, নারী পুরুষ নির্বিশেষে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয়। সেই স্মৃতি অক্ষুন্ন রেখেই মিরসরাইয়ে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী গড়ে উঠছে যা মিরসরাইয়ের জনগনের একটি গর্বের প্রতিক। আর এই আলোকেই ‛মুক্তির অগ্নিপুরুষ’ভাষ্কর্যটি এই শিল্পনগরে স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে ।