ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

শেরপুরে নিয়মরক্ষার ম্যাচে আইডিয়ালকে ৭ উইকেটে হারালো ভিক্টোরিয়া একাডেমী

তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ২০ এপ্রিল ২০২২ ১০:৫১:০০ অপরাহ্ন | খেলাধুলা

শেরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের নিয়মরক্ষার ম্যাচে আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুলকে ৭ উইকেটে হারিয়ে শান্তনার জয় পেয়েছে সরকারি ভিক্টোরিয়া একাডেমী। ১৯ এপ্রিল মঙ্গলবার স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে আগেই ফাইনাল নিশ্চিত করা আইডিয়ালের কোন ক্ষতি না হলেও জয়ের ধারায় ছেদ পড়েছে। পক্ষান্তরে এবার দুই ম্যাচ হারার পর প্রথম জয়ের মুখ দেখলো গতবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া।

আগের রাতে বৃষ্টির কারণে মাঠের জমে থাকা পানি সরিয়ে খেলা শুরু করতে দুপুর হয়ে যায়। যে কারণে ৫০ ওভারের স্থলে খেলাটি কার্টেল ওভারে ২৫ ওভারে নির্ধারণ করেন আম্পায়াররা। টস জিতে ব্যাট করতে নেমে আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুল পুরো ইনিংস ব্যাট করে ৯ উইকেটে ১১৫ রান তুলেন। আইডিয়ালের ওপেনার রোশান ‘ক্যারিং থ্রু দ্যা উইকেটে’ ২৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া এক ছক্কা ৩ চারে অলরাউন্ডার তৌহিদ ৩৬ এবং আরেক ওপেনার অনিক ১৬ রান করেন। অতিরিক্ত থেকে যোগ হয় ৩০ রান। ভিক্টোরিয়ার মিডিয়াম পেসার রওনক ১ ওভার বল করে ৯ রানে নেন ৩ উইকেট। জবাবে ১১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সরকারি বিক্টোরিয়া একাডেমীর ব্যাটাররা শুরু থেকেই মারমুখি হয়ে ওঠে। ওপেনার সাদ ৪ চারে ২৯ রান, তুষার ৫ চারে ২৩ রান এবং থ্রি ডাউনে নামা জিসান ৪ চারে ১৮ রানে অপরাজিত থাকেন। মি. এক্সট্রা থেকে আসে ২৬ রান। মাত্র ১৮.৩ ওভারে ১১৯ রান তুলে ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভিক্টোরিয়ানরা। এ ম্যাচরে জয়-পরাজয় টেবিল টপারের কোন হেরফের না ঘটালেও ভিক্টোরিয়া একডেমীকে যেমন শুন্যহাতে বিদায় নিতে হলো না, তেমনি আইডিয়ালের অপরাজিত থাকার রেকর্ডও হলো না। জেলায় এবার শহরের ৪টি স্কুল প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। টুর্নামেন্টের শীর্ষ দুই দল আইডিয়াল প্রিপারেটরিী এন্ড হাইস্কুল বনাম জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় আগামী ২১ এপ্রিল ফাইনালে খেলবে।