ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১৪ জানুয়ারী ২০২৪ ০৬:০৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা ঘন কুয়াশা আর কনকনে শীত জেঁকে বসেছে।

ঘন কুয়াশা আর কনকনে শীতের কারণে বিপর্যস্ত এখানকার জনজীবন। গত কয়েকদিন ধরে চলছে শীতের দাপট দেখা মিলেনি সূর্যের।

ঠান্ডায় হাড় কাঁপানো এ শীতে হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে শ্রীমঙ্গল পৌরসভা।

রবিবার ১৪ জানুয়ারি ২০২৪ইং, দুপুরে পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) মানুষের হাতে তুলে দেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া মধু।

এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর (প্যানেল মেয়র-১) কাজী মোঃ আব্দুল করিম, পৌর কাউন্সিলর (প্যানেল মেয়র-২) মীর এম এ সালাম, সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন জাহান-সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।