ঢাকা, মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২শে মাঘ ১৪৩১

সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন, কালক্ষেপন জনগণ মেনে নিবে না: ডা. তাহের

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর | প্রকাশের সময় : শনিবার ৯ নভেম্বর ২০২৪ ০৬:১১:০০ অপরাহ্ন | রাজনীতি

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, গত ১৫ বছর ধরে অনেক নির্যাতন, হামলা, মামলা গুম-খুন ও নিপীড়নের শিকার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারন মানুষ। ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় ভারতে। কিন্ত এখনও দেশের বিরুদ্ধে তার ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। কোন ষড়যন্ত্রের কাছে দেশের গনতন্ত্রকে ব্যাহত হতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা হবে।

শনিবার সকালে লক্ষ্মীপুর শহরের দারুল আমান একাডেমি কার্যালয়ের হলরুমে জেলা জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনসহ সকল সেক্টর দ্রুত সংস্কার করে নির্বাচন দিন। নির্বাচন নিয়ে কালক্ষেপন করবেন না। 

এই কালক্ষেপন জনগন মেনে নিবে না বলে হুশিয়ারী দেন জামায়াতের অন্যতম এই নায়েবে আমীর। 

জনগনের উদ্দেশ্যে তিনি বলেন, চাঁদাবাজ, স্বৈরাচার, সন্ত্রাসী ও দূনীর্তিবাজদেরকে আগামীতে ভোট না দেয়ার আহবান করেন। পাশাপাশি সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে অনুরোধ করেন তিনি।

মতবিনিময় সভায় ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারী ও শিবিরের সাবেক সভাপতি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ছাত্র-জনতার আন্দোলন ও তাদের নিয়ে কেউ কেউ বিরুপ মন্তব্য করছেন। এটা কোনভাবে বরদাশত করা হবেনা। ছাত্র-জনতার এই আন্দোলনের মধ্যে দিয়ে আজকের দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই কাউকে খাটো করে দেখার কিছুই নেই। সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে অগ্রসর হচ্ছি। সে আশা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে।

জামায়াতের জেলা আমীর এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া ও সেক্রেটারী ফারুক হোসাইন নুরনবীর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর এ আর হাফিজ উল্যাহ, লক্ষ্মীপুর দারুল উলুম কামীল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. মোহাম্মদ আবদুল্লাহ, সহ-সেক্রেটারী নাছির উদ্দিন মাহমুদ, এডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমীর এডভোকেট  আবুল ফারাহ নিশান, জেলা শিবিরের সভাপতি মনির হোসেন, শহর শিবির সভাপতি আরমান হোসেন পাটওয়ারী ও সেক্রেটারী ফরিদ উদ্দিনসহ জেলা-উপজেলা ও পৌরসভা এবং  ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। পরে বিকেলে চন্দ্রগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে প্রতাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

বায়ান্ন/প্রতিনিধি/একে