নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল বাজারে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নওগাঁ জেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদবিরোধী অভিযান চালিয়ে ১৫টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরুজ্জামান এ অভিযানে নেতৃত্ব দেন।
এ সময় অন্যদের মধ্যে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমীন, এলজিইডি উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরুজ্জামান বলেন, দীর্ঘ দিন ধরে কুজাইল বাজারে সরকারি জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি স্থাপনা গড়ে দখল করে রেখেছিলেন।
দখলদারদের সরকারি জায়গার ওপর থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার নোটিশ দেওয়া হয়। সর্বশেষ জেলা প্রশাসনের উদ্যোগে এক মাস আগে সরকারি জায়গা থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হয়েছিল। এর মধ্যে স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ সোমবার অবৈধ দখলবিরোধী অভিযান চালানো হয়।
অভিযানে ১৫টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে পাকা, আধাপাকা ও টিনের তৈরি স্থাপনা রয়েছে।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন বলেন, উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল বাজারে সরকারি জায়গায় একটি পল্লী মার্কেট ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু কিছু মানুষ সরকারি ওই সব জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে যার ফলে ভবন নির্মাণ কাজ শুরু করা যাচ্ছিল না। স্থাপনাগুলো উচ্ছেদ করায় এখন ওই জায়গায় পল্লী মার্কেট ভবন নির্মাণ কাজ শুরু করা যাবে।
রাণীনগর উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কুজাইল হাটে ১২ হাজার ৬০০ বর্গফুট জায়গা জুড়ে চারতলা ভিতের একটি দোতলা পল্লী মার্কেট ভবন নির্মাণ করা হবে।
ইতোমধ্যে এই কাজের দরপত্র আহ্বান করা হয়। মের্সাস সাহারা কনস্ট্রাকশন-ইএসবি নামের একটি প্রতিষ্ঠান কাজটি পেয়েছে। ৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যায়ে নির্মিত এই মার্কেটের নিচ তলায় কাঁচা বাজার ও দ্বিতীয় তলায় ২৪টি দোকানঘর থাকবে।
বায়ান্ন/এসএ