ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

সাবেক অর্থমন্ত্রীর মৃত্যুতে সিলেট কমিউনিটি ক্লাব অস্ট্রেলিয়া'র শোক

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : শনিবার ৩০ এপ্রিল ২০২২ ০৮:৪৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
 
বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন 'সিলেট কমিউনিটি ক্লাব অস্ট্রেলিয়া'র নেতৃবৃন্দ।

শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এক শোক বার্তায় সিলেট কমিউনিটি ক্লাব অস্ট্রেলিয়া'র নেতৃবৃন্দ এ শোক প্রকাশ করেন।

সিলেট কমিউনিটি ক্লাব অস্ট্রেলিয়া'র সভাপতি মুহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব স্বাক্ষরিক শোক বার্তায় বলা হয়, বর্ষিয়ান রাজনৈতিক ও বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে সিলেট কমিউনিটি ক্লাব অস্ট্রেলিয়া'র নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করছে।

শোক বার্তায় তারা বলেন, তিনি একজন আলোকিত মানুষ ছিলেন। তাঁর ব্যক্তিগত শুদ্ধাচার শ্রেণি নিরপেক্ষ ভাবে সকলের কাছেই তাঁর শ্রদ্ধার আসন নিশ্চিত করে।

আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার মৃত্যু বাংলাদেশ তথা সিলেটের অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হবার নয়।