ঢাকা, শুক্রবার ৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১

সিরাজগঞ্জে ৮১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ | প্রকাশের সময় : শুক্রবার ৭ ফেব্রুয়ারী ২০২৫ ১২:৪৫:০০ অপরাহ্ন | দেশের খবর

সিরাজগঞ্জে ৮১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাড়াশের চলনবিল এলাকার ৯নং ব্রিজ পাশ্বে বন্ধন ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর সামনে থেকে আটক করা হয়। এসময় ১টি প্রাইভেট কার জব্দ করেছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল বেপারী (৩২) ভোলা জেলার চরফ্যাশন থানার চর ফ্যাশন গ্রামের মোঃ সিরাজ বেপারীর ছেলে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, র‌্যাব-১২ এর সদর একটি তাড়াশের চলনবিল ৯নং ব্রিজ সংলগ্ন বন্ধন ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর সামনে ঢাকা হতে রাজশাহীগামী মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ১টি প্রাইভেট কার এবং নগদ ১ হাজার ৬৮০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার নিজস্ব প্রাইভেট কার যোগে মাদকদ্রব্য পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। পরে আটককৃত আসামির বিরুদ্ধে তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ