ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

সিরিজ রক্ষায় বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | প্রকাশের সময় : শনিবার ৯ নভেম্বর ২০২৪ ১০:৫৪:০০ পূর্বাহ্ন | খেলাধুলা

সিরিজের প্রথম ওয়ানডেতে সহজ লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে দলীয় শতকে পৌঁছানো টাইগাররা ৩ উইকেটে ১৩১ থেকে ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানে অলআউট হয়, ফলে ৯২ রানে পরাজিত হয়ে সিরিজে পিছিয়ে পড়ে। সিরিজ বাঁচানোর লক্ষ্যে আজ বিকেল ৪টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

এই ম্যাচের আগে কিছুটা চ্যালেঞ্জে রয়েছে বাংলাদেশ। দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম আঙুলের চোটে এক মাস মাঠের বাইরে থাকবেন। লিটন দাসও অসুস্থ থাকায় দলের কিপিং দায়িত্ব পালন করবেন নতুন মুখ জাকের আলি।

ম্যাচের আগের দিন মেহেদী হাসান মিরাজ গণমাধ্যমে জানান, “দলের সমন্বয়ে কিছুটা অসুবিধা হলেও বিকল্প কম থাকায় জাকের আলির জন্যই আমাদের ভরসা করতে হচ্ছে। আশা করি, ও শতভাগ দিয়ে খেলবে, যা তার ক্যারিয়ার ও দেশের জন্যই ভালো হবে।”

মিরাজ এখনও সিরিজ জয়ের সুযোগ দেখছেন এবং জানান, “আমরা একটা ম্যাচ হারলেও এখনও দুটো ম্যাচ বাকি। পরবর্তী ম্যাচটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকদিন পর ওয়ানডে খেলা, তাই প্রাথমিক ম্যাচে মানিয়ে নিতে সময় লেগেছে। তবে এই ম্যাচে ভালো পারফরম্যান্সের জন্য আমাদের প্রস্তুতি অনেক ভালো।”

 

বায়ান্ন/এএস