ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যুর পর মেয়েরও মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে মারা যায়। এর আগে গতকাল বুধবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মা।
গতকাল সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার চারা বটতলা এলাকার এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে মা ও মেয়ে দুইজন মনসুরাবাদ গুচ্ছগ্রামে এক আত্মীয়কে দেখতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেল ঘটনাস্থলে পৌঁছালে মা-মেয়েকে ধাক্কা দিলে ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকি জানান, এ ঘটনায় নিহতের পরিবার মামলা করেছেন। চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছে। তবে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
বায়ান্ন/প্রতিনিধি/একে