ঢাকা, মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ই অগ্রহায়ণ ১৪৩১

সিলেটে ডাকাতি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাত আহত পুলিশ, গ্রেপ্তার ৮

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : বুধবার ২ অগাস্ট ২০২৩ ০৯:০৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের দক্ষিণ সুরমায় ডাকাত ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত হয়েছেন। গত সোমবার দক্ষিণ সুরমার সিলেট-সুলতানপুর সড়কের নর্থ ইস্ট মেডিকেল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা এলাকার আফরোজ মিয়ার ছেলে আতাহার হোসেন ইমন (২৯), বরিশাল জেলার আগুইলজেরা থানার বাশাহিল গ্রামের মৃত জিন্নাত আলী মৃধার ছেলে ইব্রাহীম খলিল (২৯), মৌলভীবাজার জেলার বড়লেখা থানার চন্ডিনগরের গৌছ উদ্দিনের ছেলে তারেক আহমদ রাজু (৩০), সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাসদবির এলাকার মৃত আব্দুস সহিদের ছেলে সজিব আহমেদ (৩০), মোগলাবাজার থানার ডুংশ্রী গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে মাসুম আহমেদ (৩২), এয়ারপোর্ট থানার জালালাবাদ আবাসিক এলাকার এ ফজলুল হকের ছেলে আশরাফ হোসেন সোহান (২৫), বিয়ানীবাজার থানার উজান ঢাকি গ্রামের আব্দুল মজিদ চৌধুরীর ছেলে রুহাব চৌধুরী জুবেদ (২৯) ও  জকিগঞ্জ থানার বারঠাকুরী গ্রামের মৃত রসময় দেবনাথের ছেলে রতন দেবনাথ (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, এক বিদেশির মালামাল লুট করার উদ্দেশে ডাকাতরা দক্ষিণ সুরমার সিলেট-সুলতানপুর সড়কে জড়ো হয়েছিলো। এমন খবর পেয়ে অভিযান চালায় দক্ষিণ সুরমা থানা পুলিশ। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে পুলিশ সদস্য কাউছার আহমেদ আহত হন। পরে সেখান থেকে ৮ জনকে গ্রেপ্তার পরে পুলিশ। গ্রেপ্তারের গতকাল মঙ্গলবার দুপুরে ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। পরে তাদের আদালতে পাঠালে বিচারক জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন তাদের।

গ্রেপ্তারকালে ডাকাতদের কাছ থেকে ৪টি মোটরসাইকেল, ১টি হাতকড়া, ৫টি চাকু, ১টি ফোর রিং জব্দ করে পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ডাকাত। আগেও বিভিন্ন জায়গায় তারা ডাকাতি করেছে। সোমবার তারা অটোরিকশাযোগে আসা বিদেশ ফেরত এক প্রবাসীর মালামাল লুট করার উদ্দেশ্যে ওই জায়গায় জড়ো হয়েছিলো।