সিলেটে লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হাবিব আহমদ (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হাবিব আহমদ (১৮) সিলেট নগরের হাতিমবাগ এলাকার বাসিন্দা ইকবাল আহমদের ছেলে। তার মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, এদিন দুপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের কোনারচর এলাকায় একটি ইমা লেগুনার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন হাবিব আহমদ। তাকে উদ্ধার করে স্থানীয় নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সামসুদ্দোহা পিপিএম বলেন, দুর্ঘটনার পরিচয় সনাক্তের চেষ্টা চালান। সন্ধ্যার দিকে ওই মোটরসাইকেল আরোহি মারা যান। পরে মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।