সৌদি আরবে নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ পড়ে এক সুনামগঞ্জের ছাতক উপজেলার এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
তাঁর নাম সুমন আহমদ (২১)। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবদুল হাসিমের ছেলে। মঙ্গলবার বাংলাদেশ সময় আনুমানিক ২টার দিকে জেদ্দা শহরে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে নিহতের মামা আবদুল করিম জানান, ‘প্রায় ১১ মাস পূর্বে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন সুমন। সেখানে তার অন্য দুই ভাইয়ের সাথে জেদ্দা শহরে থাকতেন। মঙ্গলবার দুপুরে ওই শহরেরই একটি নির্মাণাধীন ভবনের চার তলায় কাজ করছিলেন তিনি। হঠাৎ করে পা ফসকে নিচে পরে ঘটনাস্থলেই মারা যান সুমন। খবর পেয়ে সেখানকার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নিয়ে গেছে।’
আবদুল করিম আরও জানান, ‘সুমন কি আসলেই পা ফসকে পরে মারা গেছেন, সেটা একটা রহস্য। কারণ, ওই চার তলায় সুমনের সাথে কয়েকজন কাজ করছিলেন। ঘটনার পর থেকেই তারা লাপাত্তা।’
নিহত সুমনের পারিবারিক একটি সূত্র জানায়, লাশ দেশে নাও আনা হতে পারে। সৌদি আরবেই তার জানাজা ও দাফনের করা হতে পারে।