ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ সুসি উইলস

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশের সময় : শুক্রবার ৮ নভেম্বর ২০২৪ ০১:০৮:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ হিসেবে সুসি উইলসকে (৬৭) বেছে নিয়েছেন।  

শুক্রবার বার্তাসংস্থা রয়টার্স জানায়, গতকতাল বৃহস্পতিবার সুসির নাম ঘোষণা করেন ট্রাম্প। ট্রাম্পের নির্বাচনী প্রচার কার্যক্রম-সংক্রান্ত দুই ব্যবস্থাপকের একজন সুসি।

এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, সুসি বলিষ্ঠ, স্মার্ট, উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন ব্যক্তি। সর্বজনীনভাবে প্রশংসিত ও শ্রদ্ধাভাজন একজন মানুষ। তিনি যুক্তরাষ্ট্রকে গৌরবান্বিত করবেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।  

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বাররক্ষক (গেটকিপার) হিসেবে কাজ করেন। এটি অত্যন্ত প্রভাবশালী একটি পদ। প্রেসিডেন্টের বিভিন্ন কাজের সময়সূচি নির্ধারণ করবেন সুসি।

বায়ান্ন/একে