ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

ফ্যাসিবাদের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লিয়াজোঁ কমিটি গঠন

আকিব সুলতান অর্নব, জাবি | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ০৭:৫৮:০০ অপরাহ্ন | দেশের খবর

দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব ও সংঘাত নিরসনে ক্যাম্পাসের ৯টি ছাত্রসংগঠনের প্রতিনিধিদের নিয়ে ৬ সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা। 

গতকাল সোমবার রাতে ২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) লিয়াজোঁ কমিটি ঘোষণা করে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। আমরা মনে করি, দেশব্যাপী চলমান সংকট, আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব এবং সংঘাত মূলত একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ, যা ২৪-এর গণঅভ্যুত্থানকে দমন করার উদ্দেশ্যে পরিচালিত। পাশাপাশি স্বৈরাচার ও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার প্রচেষ্টা। তবে ছাত্র সমাজের ঐক্যমতে চলমান দ্বন্দ্ব নিরসন এবং ফ্যাসিবাদ মোকাবেলা করা সম্ভব।

এমন প্রেক্ষাপটে ছাত্রসমাজের ঐক্য প্রতিষ্ঠার জন্য এক জরুরি আলোচনা সভা আহ্বান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সভায় জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা পালনকারী এবং ফ্যাসিবাদবিরোধী সক্রিয় বিভিন্ন ছাত্র, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় দেশের বর্তমান সংকটের গভীরতা বিশ্লেষণ করা হয় এবং এর মূল কারণ হিসেবে ফ্যাসিবাদী শক্তির সক্রিয় ভূমিকার দিকে ইঙ্গিত দেওয়া হয়। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে আরও কার্যকর এবং সুসংগঠিত করার লক্ষ্যে সংগঠনগুলোর মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। তার পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা অনুভব করে সভা থেকে একটি লিয়াজোঁ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। এ প্রস্তাবে উপস্থিত সংগঠনগুলোর নেতারা একমত হন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি ও ফ্যাসিবাদবিরোধী সংগঠনগুলোর সম্মতিতে বৃহত্তর ঐক্য গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

লিয়াজোঁ কমিটিতে থাকা সংগঠনগুলো হলো - জাস্টিস ফর জুলাই, জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদ, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন, বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ, ইসলামী ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন, আধিপত্যবাদবিরোধী মঞ্চ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।সভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন, জাস্টিস ফর জুলাই, জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদ, বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ, আধিপত্যবাদ বিরোধী মঞ্চ ও জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন অংশ নেয়। এ সময় সকল সংগঠন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। পরে সভায় উপস্থিত সংগঠনগুলোর মধ্যে ৯টি সংগঠন আলোচনার মাধ্যমে একটি লিয়াজোঁ কমিটি গঠন করার বিষয়ে সম্মত হয়। ফ্যাসিবাদ প্রশ্নে এক থেকে কাজ করবে এবং লিয়াজোঁ কমিটিতে প্রতিনিধিত্ব করার বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ। তার প্রেক্ষিতে উপস্থিত সংগঠনগুলোর সদস্যের নিয়েই নতুন লিয়াজোঁ কমিটি গঠন করা হয়। এছাড়া ভবিষ্যতে ফ্যাসিবাদ প্রশ্নে একমত যেকোনো সংগঠন এই লিয়াজোঁ কমিটিতে যোগদান করতে পারবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই লিয়াজোঁ কমিটি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কার্যক্রম পরিচালনার জন্য সমন্বিত পরিকল্পনা তৈরি করবে। এমনকি দেশের চলমান সংকট মোকাবিলায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কার্যকর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা পালন করবে।

লিয়াজোঁ কমিটির সদস্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তৌহিদ সিয়াম, ইসলামী ছাত্রশিবিরের কর্মী রাকিব হোসেন, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আবদুর রশিদ জিতু, বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চের সংগঠক আবদুল্লাহ আল মামুন, ছাত্র অধিকার পরিষদের সংগঠক জাহিদুল ইসলাম বাপ্পী ও জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের কর্মী ইখতিয়ার মাহমুদ।

এবিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, চলমান অন্তর্দ্বন্দ্ব ২৪-এর গণঅভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রেরই অংশ। তাই ছাত্র সমাজের ঐক্যমতে চলমান দ্বন্দ্ব নিরসনে ক্যাম্পাসের ৯টি ছাত্র, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্যাসিবাদ প্রশ্নে এক হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদ মোকাবিলায় ৯টি সংগঠন থেকে ৬ সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে।

এবিষয়ে ছাত্রশিবিরের শাখা সভাপতি হারুনুর রশিদ রাফি বলেন, ‘আমি মনে করি আমাদের গণঅভ্যুত্থান এখনও পূর্ণ হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের এত দিন পরও ছাত্রলীগের কাউকে গ্রেপ্তার করা হয়নি। তাদের বিচার নিশ্চিত ও ফ্যাসিবাদ মোকাবিলায় ক্যাম্পাস এবং জাতীয় পর্যায়ে আমাদের আমাদের এই ঐক্য জরুরি।’

প্রসঙ্গত, আলোচনা সভার শুরুর দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত থাকলেও পরে লিয়াজোঁ কমিটিতে তাদের যুক্ত হওয়ার বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনাপূর্বক সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে সভা ত্যাগ করেন তারা।

 

বায়ান্ন/এসএ