ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

১০ মাসে বাইক দুর্ঘটনায় ২০৯৭ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : রবিবার ২০ নভেম্বর ২০২২ ১২:১৯:০০ অপরাহ্ন | জাতীয়

চলতি বছরের ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) সারাদেশে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৬৪ জন শিক্ষার্থী।

 

রোববার (২০ নভেম্বর) রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিকস মাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

 

প্রতিবেদনে আরও বলা হয়, সারাদেশে ২ হাজার ৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১ হাজার ২৮৬ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১৩ থেকে ১৭ বছরের ৩৪৭ জন এবং ১৮ থেকে ৫০ বছরের ১ হাজার ৫৩৩ জন। এ ছাড়া মোটরসাইকেলের ধাক্কায় ৯২ জন পথচারী নিহত হয়েছেন।

 

সংগঠনটি বলছে, গত বছরের চেয়ে এ বছরের একই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনা ২১ দশমিক ১৭ শতাংশ এবং মৃত্যু ১৯ দশমিক ২৮ শতাংশ বেড়েছে।