ঢাকা, শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

‘নামী পরিচালকও নয়, বিষয় পছন্দ হলে অভিনয় করব’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : শুক্রবার ২১ ফেব্রুয়ারী ২০২৫ ০৪:১৯:০০ অপরাহ্ন | বিনোদন

এখনকার সময়ের ছোট পর্দার পরিচিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। শুরুটা ছিল নাচ দিয়ে। এরপর মডেলিংয়ের পর আসেন অভিনয় জগতে। দিনে দিনে তার সাবলীল অভিনয় দিয়ে পোক্ত করে নিয়েছেন নিজের জায়গা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের কাজ, পর্দার চরিত্র, ক্যারিয়ারসহ নানান কিছু নিয়ে কথা বলেন হিমি। জানালেন, ঈদকে সামনে রেখে বেশ কয়েকটি কাজ হাতে আছে তার। সেই নাটকগুলোর শুটিং নিয়েই ব্যস্ত অভিনেত্রী।

465913260_1496684827942169_2990281058579349236_n

তবে বরাবরের মতোই টাকা বা ভিউজ নিয়ে চিন্তা করেননি তিনি; অভিনয় করেন নিজের ভালোলাগার জায়গা থেকেই- কথাটি আবারও মনে করিয়ে দিলেন সবাইকে।

হিমি বলেন, ‘আমি ভিউজ বা টাকার জন্য অভিনয় করতে পারি না। ব্যক্তিগত জীবনে খুব চুপচাপ আমি। তবে নাটকে খুব সপ্রতিভ চরিত্রে অভিনয় করতে হলে অনায়াসে করে ফেলি। আমার নানি একবার আমার পুরো নাটক দেখার পর বলেছিলেন, ‘এটায় তুমি ছিলে না?’ অথচ আমিই সেই নাটকের নায়িকা ছিলাম। আমাকে অত এক্সট্রোভার্ট চরিত্রে চিনতেই পারেননি। এইটুকু করতে পারাই আমার জন্য অনেক।’

473651800_1544208789856439_5585158991453932931_n

ওপার বাংলাতেও রয়েছে হিমির বহু অনুরাগী। কথা প্রসঙ্গে কলকাতা নিয়ে অভিনেত্রী বললেন, ‘কলকাতার সঙ্গে আমার সম্পর্কটা খুব নিবিড়। ‘হঠাৎ দেখা’ ছবিতে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আমাকে লঞ্চ করেছিলেন। রেশমি মিত্র ছবিটার পরিচালক ছিলেন। তারপর আর সেভাবে কাজ করা হয়নি। তবে কলকাতার প্রতি আমার একটা সফট কর্নার আছে।’

ভারতীয় সিনেমা দেখেন কি না, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘ইন্ডিয়ান ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট যতটুকু দেখার সুযোগ পেয়েছি, খুব ভালো লেগেছে। বলিউড ফিল্ম তো রীতিমতো হলিউডকে টেক্কা দেয়। তবে ভারতীয় দর্শকদেরও আমি আমার দেশের নাটক, ফিল্ম দেখার জন্য অনুরোধ করব। তবে অনেকেই এখন আমাদের দেশের ছবি দেখেন, তার জন্য কৃতজ্ঞ।’

474587445_1548959116048073_8410484180116739511_n

টালিউডে কাজ করা প্রসঙ্গেও কথা বলেন অভিনেত্রী, তবে খানিকটা শর্তই ছুঁড়ে দিলেন তাতে। জানালেন, সেখানকার কোনো নামী পরিচালকের সঙ্গেও কাজের কথা ভাবেননি তিনি। তবে কাজের বিষয় পছন্দ হলে করবেন বলে আশাবাদী।

হিমির কথায়, ‘কলকাতার কোনো বিশেষ পরিচালকের সঙ্গে কাজ করতে চাই, এমন মনে হয়নি কখনও। বিষয় পছন্দ হলে তবেই অভিনয় করব। আমি কোনোদিনই শুধু নাম শুনে কাজ করতে চাইব বলে মনে হয় না।’

বায়ান্ন/একে