ঢাকা, রবিবার ১৭ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১

শান্তি ও নিরাপত্তার সমাজ প্রতিষ্ঠায় খেলাফত রাস্ট্র ব্যবস্হার বিকল্প নেই- আল্লামা ইসমাঈল নুরপুরী

সুনামগঞ্জ প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৮ ডিসেম্বর ২০২২ ০৬:২৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

 

 
 
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুলহাদীস  আল্লামা  ইসমাঈল নুরপুরী বলেছেন, দেশে দুর্নীতি ও লুটপাটের কারণে অর্থনৈতিক অবস্থার চরম অবনতি ঘটেছে। সামনে দুর্ভিক্ষের মতো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। নিত্যপণ্যের দাম অসহনীয়। দ্রব্যমূল্যের উর্ধগতিতে জনগণ দিশেহারা। জনজীবনে নেমে এসেছে ভোগান্তি ও হতাশা। এহেন পরিস্থিতিতে শান্তি ও নিরাপত্তার সমাজ প্রতিষ্টায় খেলাফত রাস্ট্র ব্যবস্হার বিকল্প নেই।
বুধবার (৭ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলা শহরে স্থানীয় জগৎজ্যোতি পাঠাগারে বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি মাওলানা মুফতি আজিজুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী হাঃ সৈয়দ জয়নুল ইসলাম ও মাওলানা দিলওয়ার হুসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত  কর্মী সম্মেলনে  প্রধান অতিথির বক্তব্যে  তিনি আরো বলেন, আমাদের দলের মহাসচিব মাওলানা মামুনুল হককে সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘদিন থেকে কারাগারে বন্দী করে রেখেছে এই জালিম সরকার। মাওলানা মামুনুল হককে অবিলম্বে মুক্তি না দিলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দলের নায়বে আমীর মাওলানা রেজাউল করিম জালালি বলেন, দেশের সকল ডিপার্টমেন্ট আজ দুর্নিতী গ্রস্হ, জনগন আজ  অসহায় অবস্থায় দিন যাপন করছে, দেশে আইনের শাসন বলতে যেন কিছুই নেই,আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র। 
 
দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন  বলেন  দেশ আজ গভীর সংকটে নিপতিত,  বিশেষ করে  অর্থনৈতিক সংকট রাজনৈতিক সংকট  সহ দেশে আজ অরাজকতা অবস্থা বিরাজ করছে। দুর্নিতীর সয়লাভে দেশকে  দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে। কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাঃ  মাওলানা এনামুল হক মুসা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক  মাওলানা শায়েখ ফয়েজ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ মুহসিনুল হাসান, সাবেক জেলা সভাপতি মাওলানা নূরউদ্দিন আহমদ, মাওলানা মুছা মোল্লা,  জেলা সহ-সভাপতি মাওলানা সৈয়দ সাহিদ আহমদ, মাওলানা আবদুল জলিল, মাওলানা সুলায়মান হেকীম, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা  রমিজ উদ্দীন,ডাক্তার  আতাউর রহমান, মাওলানা  এমদাদুল হক,জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা  সাইফুর রহমান সাজাওয়ার, মাওলানা  আবুবকর শাহ,সিলেট  জেলা  সাংগঠনিক সম্পাদক  মাওলানা মু'তাসিম বিল্লাহ জালালী, বায়তুল সম্পাদক মাওলালনা ছমির উদ্দীন সালেহ, সহ-বায়তুল সম্পাদক মাওলান, হাঃ সৈয়দ ফেদাউল হক, সিলেট জেলা বায়তুলমাল সম্পাদক মুফতি সৈয়দ নাছির উদ্দীন, জেলা সমাজকল্যাণ সম্পাদক হাজী আবুল বাশার, সহ সমাজ কল্যান সম্পাদক হাঃ মাওঃ এনামুল হক, অফিস সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান,ছাতক উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির, দোয়ারা বাজার উপজেলাস ভাপতি মাওলানা শফিকুর রহমান, বিশ্বম্ভপুর উপজেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম প্রমুখ