ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

অধিক বই পড়ুয়া ও সর্বোচ্চ উপস্থিতিতে প্রতিমাসে মিলছে উপহার; চলছে অর্ধ বছর ধরে

তন্ময় আহমেদ, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): | প্রকাশের সময় : মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ০৯:১৭:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

নাসিরনগর উপজেলার ছাত্রছাত্রীদের পাঠাভ্যাস উন্নয়নে উপজেলা পাবলিক লাইব্রেরি কর্তৃক আয়োজিত অধিক বই পড়ুয়া ও সর্বোচ্চ উপস্থিতিদের মাঝে মাসিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

১৫'ই অক্টোবর মঙ্গলবার বিকেলে নাসিরনগর পাবলিক লাইব্রেরিতে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূইয়ার সভাপতিত্বে লাইব্রেরিতে সর্বোচ্চ উপস্থিত হয়ে বই পড়ুয়াদের পুরস্কৃত করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সুজীত চক্রবর্তী, নাসিরনগর সরকারি কলেজের প্রভাষক গৌরাঙ্গ চন্দ্র কুন্ডু, ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি আক্তার হোসেন ভূইয়া, তন্ময় আহমেদ প্রমুখ। 

 

ফেব্রুয়ারী মাসে ৭ দিন ব্যাপি অমর একুশে বইমেলা ২০২৪ এ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছিলেন, নাসিরনগর উপজেলায় একটি পাবলিক লাইব্রেরি আছে কিন্তু সেখানে আশানুরূপ পাঠক নেই। মার্চ মাস থেকে সর্বোচ্চ উপস্থিতি হয়ে বই পড়ুয়াদের প্রত্যেক মাসে পুরস্কৃত করা হবে। সেই থেকে জরাজীর্ণ লাইব্রেরিতে হয়েছে সংস্কার বেড়েছে পাঠক।