ঢাকা, বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১লা ফাল্গুন ১৪৩১

আটোয়ারীতে ইটের ভাটায় মাটি মজুদ করায় ২ লক্ষ টাকা জরিমানা

একেএম বজলুর রহমান, পঞ্চগড় | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১২:৩৯:০০ অপরাহ্ন | দেশের খবর

পঞ্চগড়ের আটোয়ারীর দুটি ইটের ভাটায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া মাটি মজুদ করে রাখার কারনে এক লক্ষ করে দুটিকে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসন ও পঞ্চগড়ের পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। 

বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দুটি ইটের ভাটায় এ অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া মাটি কাটা ও মাটি মজুদ করে রাখার কারনে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার লক্ষীদ্বার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। মেসার্স কে এম আর ব্রিকসের মালিক মিজানুর রহমান ও মেসার্স এস এ বি ব্রিকসের মালিক সাবিনা ইয়াসমিন। ইটের ভাটা দুটির মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করে টাকা আদায় করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান। এসময় পঞ্চগড়ের পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

ইউসুফ আলী জানান, অবৈধ ইটের ভাটা ও জেলা প্রশাসনের অনুমতি ছাড়া মাটি কাটার কারনে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ