ঢাকা, রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০শে অগ্রহায়ণ ১৪৩১

আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

সালেহ বিপ্লব | প্রকাশের সময় : রবিবার ২৪ নভেম্বর ২০২৪ ০৬:২৫:০০ অপরাহ্ন | জাতীয়

আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান ২৪ নভেম্বর ২০২৪, রবিবার ঢাকাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা এর ভলিবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। আইএসপিআর

সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস) রিয়ার এডমিরাল মোঃ জহির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রথম দিনের খেলায় বাংলাদেশ সেনাবাহিনী দল ৩-১ সেটে বাংলাদেশ বিমান বাহিনী দলকে পরাজিত করে। এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বায়ান্ন/এসবি/একে